Image description

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এতে দিশাহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের।

শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতের সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় এবং দীর্ঘ ভ্রমণসময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এয়ারলাইনগুলোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাত্রীদের আরও উন্নত যোগাযোগ এবং ফ্লাইটে অতিরিক্ত সেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ঘটা বিঘ্নের ক্ষতি কম অনুভব করানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর উপর সরাসরি কোনো প্রভাব না পড়লেও, নিউইয়র্ক, আজারবাইজান এবং দুবাইগামী ফ্লাইটগুলোকে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে রুট নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দিল্লি বিমানবন্দর এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সারিয়াম অ্যাসেন্ডের তথ্য অনুযায়ী, এপ্রিলে দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে প্রায় ১,২০০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে।

আলজাজিরা জানিয়েছে, একটি বিমানের মোট পরিচালন ব্যয়ের মধ্যে জ্বালানি ও তেলের খরচ প্রায় ৩০ শতাংশ, যা এয়ারলাইনগুলোর জন্য সর্বোচ্চ ব্যয়বহুল অংশ। আকাশপথের দীর্ঘতা বেড়ে যাওয়ায় এই ব্যয় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরও আছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা, দূতাবাসের কর্মী কমানোসহ আরও কয়েকটি ব্যবস্থা।