Image description
ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কাশ্মিরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সিন্ধান্তের প্রতিবাদে বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
 
 
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পেহেলগাম শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈসরণ উপত্যকায় এ হামলার ঘটনা ঘটে। এর পরদিন বুধবার বৈঠকে বসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। পরে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্তের বিষয় সাংবাদিকদে নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
 
প্রথমত ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। দ্বিতীয়ত আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তৃতীয়ত দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। চতুর্থ সিদ্ধান্ত, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো বন্ধ করে দেওয়া হচ্ছে পাকিস্তানিদের ভারতে আসা।
 
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এসব সিদ্ধান্তকে শিশুসুলভ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।