
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ঘোষিত পাঁচটি কঠোর পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এতে পর্যটন, বাণিজ্যিক, শিক্ষা এমনকি মেডিকেল ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। যাদের ভিসার মেয়াদ আছে, তারাও আগামী রোববার (২৭ এপ্রিল) পর্যন্ত ভারতে থাকতে পারবেন। তবে মেডিকেল ভিসার মেয়াদ আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বহাল থাকবে।
দিল্লি পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ভারতীয়দের পাকিস্তান সফর থেকে বিরত থাকার জন্য কড়া সতর্কবার্তাও জারি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ‘কাশ্মির রেজিস্ট্যান্স’ নামক একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২৬ ভারতীয় নিহত ও ১৭ জন আহত হন। ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন এবং জরুরি নিরাপত্তা বৈঠকে এই পাঁচটি পদক্ষেপ গ্রহণ করা হয়।