Image description

কাশ্মীর উত্তেজনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে ভারত ও পাকিস্তান। বুধবার ভারত আটারি সীমান্ত বন্ধ করে দেয়ার পর বৃহস্পতিবার পাকিস্তান সরকার ওয়াগা সীমান্ত বন্ধ ঘোষণা করেছে। উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। অনলাইন ডন এ খবর দিয়েছে। এতে বলা হয়, ভারতের ‘আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে’ এনএসসি কি ব্যবস্থা নেয়া যায় তা নির্ধারণ করতে বৈঠক আহ্বান করে। এতে সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে যোগ দেন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের নেতারা। তাতে পহেলগাঁও হামলার পর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয়। একই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করা সহ আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।