Image description

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৩২ জন এবং লেবাননে ২ জন নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের একটি বাজারে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে অন্তত ১২ জনকে।

এদিকে গাজায় গত মাসে ১৫ জন জরুরি স্বাস্থ্যকর্মীর মৃত্যু নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে বলা হয়েছে, ‘হত্যার প্রমাণ’ মেলেনি। তবে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এ দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘের মাধ্যমে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে গত ১৮ মাসে গাজায় ৫১ হাজার ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ।

গাজা সরকারের গণমাধ্যম অফিসের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ নিখোঁজ হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়।