Image description

অধিকৃত সিরীয় ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। রোববার (২০ এপ্রিল) তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন।  খবর আনাদোলু এজেন্সির।

এক প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনা অনুমোদন করেছেন। ’

অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন।  তার দাবি, ‘সিরিয়া ভেঙে পড়েছে’ বলেই ইসরাইল এটি দখল করেছে।

জামির বলেন, ‘এজন্যই আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং সম্ভাব্য সর্বোত্তম উপায়ে নিজেদের রক্ষা করার জন্য সামনের সারিতে আছি। ’

তিনি বলেন, ‘এটি একটি কৌশলগত বিন্দু। আমরা জানি না এখানে কীভাবে পরিস্থিতির উন্নতি হবে।  তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য নিরাপত্তা গুরুত্ব রয়েছে। ‘

গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকীকরণমুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব বৃদ্ধি করে। 

আনাদোলু বলছে, আহমদ আল-শারার নেতৃত্বে নতুন সিরিয়ান প্রশাসনের সরাসরি কোনও হুমকি না থাকা সত্ত্বেও, ইসরাইল গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং সিরিয়ার সামরিক স্থাপনা, সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস করেছে।

প্রসঙ্গত, দুই যুগ ধরে সিরিয়া শাসন করা বাশার আল- আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়া পালিয়ে যান।  এর মধ্যদিয়ে ১৯৬৩ সালে শুরু হওয়া বাথ পার্টির দশকব্যাপী শাসনের অবসান ঘটে।

এরপর চলতি বছরের জানুয়ারির শেষের দিকে সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়, যার ফলে সংবিধান, নিরাপত্তা পরিষেবা, সশস্ত্র দল, সংসদ এবং বাথ পার্টি ভেঙে দেওয়া হয়।