
পাকিস্তান থেকে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নাগরিকদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তান। কাবুল বলেছে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ নিয়ে উভয় দেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাকিস্তানের আচরণকে উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) কাবুলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান জিয়া আহমাদ তাকাল বলেন, “পররাষ্ট্রমন্ত্রী আফগান অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার ও কিছু পাকিস্তানি প্রতিষ্ঠানের অনুপযুক্ত আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বর্তমান দুর্ব্যবহারকে উস্কানিমূলক ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এই পরিস্থিতি খুব দ্রুত সংশোধনেরও দাবি জানিয়েছেন তিনি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন ইস্যুটিকে আফগান সরকারের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।
অন্যদিকে, পাকিস্তানে অবস্থানরত কিছু আফগান অভিবাসী তাদের জীবনযাত্রা নিয়ে অভিযোগ করেছেন ও ক্রমবর্ধমান চাপ এবং নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়ার কথা জানিয়েছেন।
পাকিস্তানে বসবাসকারী আফগান অভিবাসী আতিকুল্লাহ মানসুর বলেন, কিছু শিশু ও যুবক তাদের শিক্ষা সম্পন্ন করতে পারেনি। বহু বছর ধরে পাকিস্তানে ব্যবসা পরিচালনা করা আফগানরা এত অল্প সময়ে তাদের লেনদেন ও অর্থনৈতিক কার্যক্রম ছেড়ে হঠাৎ দেশে ফিরতে প্রস্তুত নয়।
সূত্র: তোলো নিউজ