Image description
যুক্তরাষ্ট্রে বিপাকে সাত শতাধিক শিক্ষার্থী

কয়েক ডজন বাংলাদেশিসহ সাত শতাধিক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসা বাতিলের পর গ্রেপ্তার ও বহিষ্কারের যে প্রক্রিয়া চালানো হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ১৯ স্টেটের অ্যাটর্নি জেনারেলরা। এ বিষয়ে তারা সম্মিলিতভাবে ফেডারেল আদালতে আবেদন জানিয়েছেন।

তাদের আবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণের এমন আচরণে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের মানবিক মূল্যবোধ এবং বাকব্যক্তির অবাধ স্বাধীনতাকেই খর্ব করা হচ্ছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচার গণহত্যা এবং গাজাকে শ্মশানে পরিণত করার ভয়ংকর প্রক্রিয়াকে সভ্য জগৎ কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই মানবিক গুণে গুণান্বিত শিক্ষার্থীরা গণতান্ত্রিক রীতি অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ করেছে। গণতান্ত্রিক সমাজের এমন আচরণের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপকে স্বৈরাচারের নামান্তর এবং আইনের শাসনের পরিপন্থি। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় ৭০০ শিক্ষার্থীর ভিসা পূর্ব সতর্কতা ছাড়াই বাতিল করায় তাদের উচ্চশিক্ষার স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। প্রসঙ্গত, সারা আমেরিকায় ১৫ লক্ষাধিক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অধিকাংশই চীন এবং ভারতের। তারা কম্পিউটার সায়েন্স, ভাষা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা নিচ্ছেন। ফেডারেল প্রশাসন সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কমপক্ষে ১৫ হাজার বাংলাদেশি স্টুডেন্টও রয়েছেন।