Image description
 

ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া পাড়া এখন পরিত্যক্ত এক নগর। যত দূর চোখ যায় সেখানে শুধুই ধ্বংসস্তূপ।

বুধবার (৯ এপ্রিল) বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করে। এর মধ্যে শেজাইয়া পাড়া ছিল প্রধান লক্ষ্যবস্তু। এখানকার ভবনগুলো জানান দিচ্ছে, ওই দিনের হামলা কতটা ভয়াবহ ছিল।

বোমাবর্ষণের পর দুই দিন কেটে গেছে। ধসে পড়া ভবন থেকে ভেসে আসছে লাশের গন্ধ। কান পাতলে মনে হয়, কংক্রিট সরিয়ে কেউ আলো দেখার চেষ্টা করছেন। আঁকুতি জানাচ্ছেন বেঁচে ফেরার। এমন অনুভূতি এড়িয়ে থাকা মুশকিল। তাইতো খালি হাতে আবাসিক ভবনগুলোতে প্রাণ বা মরদেহের সন্ধান করছেন আন্তর্জাতিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ।

 

উদ্ধার অভিযান চলাকালেও ফের বোমা হামলার আশঙ্কা প্রবল। তবুও উদ্ধারকর্মীদের প্রচেষ্টা অব্যাহত। আলজাজিরা সেই কঠিন পরিস্থিতির কিছু ছবি প্রকাশ করেছে। যার কিছু আনাদোলু এজেন্সি এবং রয়টার্সের সাংবাদিকের তোলা। দেখুন সেগুলো-

 
ক্ষতিগ্রস্ত ভবনের প্রতি তলায় যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা

 

 

জীবিত বা মরদেহের আভাস পেলে সবাই উৎসুক হয়ে উঠেন

 

 

স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। হয়তো সেখানে চাপা পড়ে আছে তাদেরই স্বজন