Image description
সৌদি আরবে ভবন থেকে পড়ে মারা যাওয়া নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সৌদি আরবের রিয়াদের হারায় স্থানীয় সময় ভোররাত ৪টায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অভাব দূর করার জন্য সাড়ে চার মাস আগে সৌদি আরব যান নজরুল ইসলাম। এর মধ্যে ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সকালে বাড়িতে তাঁর মৃত্যুর খবর এলে স্বজনেরা আহাজারি করেন।

নজরুলের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘আমার ছেলেটাকে কত আশা নিয়ে সৌদি আরব পাঠিয়েছিলাম। সদা হাসিখুশি থাকা ছেলেটা আজ আমাদের ছেড়ে চলে গেল। এমন করে এত অল্প বয়সে আমার ছেলেটা মারা যাবে, আমি ভাবতেই পারি নাই। সবাই তার জন্য দোয়া করবেন। দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে। নজরুলের বিদেশ যাওয়ার মাত্র চার মাস হইছে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠাই। এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছে। এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ রয়েছে। এ অবস্থায় আমার ছেলেটা মারা গেল।’