Image description

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে, তারা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে কয়েক সপ্তাহের মধ্যে যুক্তি শুনবে।

বিচারপতিদের সংক্ষিপ্ত আদেশটি স্বাক্ষরবিহীন ছিল এবং কোনও যুক্তি দেয়নি, যেমনটি এই ধরনের জরুরি ক্ষেত্রে সাধারণত দেখা যায়। তবে অস্বাভাবিক পদক্ষেপটি একটি লক্ষণ যে বিচারপতিরা বিষয়টিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যে তারা নীতির উপর দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সরকারের অনুরোধের উপর অবিলম্বে মৌখিক যুক্তি উপস্থাপন করবেন।

বিচারপতিরা ঘোষণা করেছেন যে, তারা মৌখিক যুক্তি না শোনা পর্যন্ত নীতির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার যে কোনও বিবেচনা স্থগিত রাখবেন, যা তারা ১৫ মে নির্ধারণ করেছেন।

এর অর্থ হল, অনিবন্ধিত অভিবাসী এবং বিদেশী বাসিন্দাদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্বাহী আদেশটি আদালত মামলাটি বিবেচনা করার সময় প্রতিটি রাজ্যে স্থগিত থাকবে। সূত্র: নিউইয়র্ক টাইমস।