Image description

যুক্তরাষ্ট্র-চীন বাণিজযুদ্ধ নিয়ে বৃদ্ধি পেয়েছে উদ্বেগ। এর ফলে শুক্রবার ডলারের দাম তীব্রভাবে কমেছে। মার্কিন সরকারি বন্ডগুলি এই সপ্তাহের শুরুতে যেমন ছিল সেই ধারায় আবার বিক্রি শুরু করেছে। বিনিয়োগকারীরা সুইস ফ্রাঙ্ক এবং স্বর্ণের মতো তথাকথিত নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ফলে স্বর্ণের দাম বাড়ছেই। প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৩,২০০ ডলারের উপরে উঠে গেছে। উল্লেখ্য এক ট্রয় আউন্স সমান ৩১.১০৩৪৭৬৮ গ্রাম।  অন্যদিকে সুইস ফ্রাঙ্ক নতুন এ দশকে সর্বোচ্চে পৌঁছেছে।