Image description
 

ইসরাইলিদের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে পুরো বিশ্বে। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ পথ দেখাচ্ছে অন্যান্য রাস্ট্রকে। ঢাকার মার্চ ফর গাজা তৈরি করেছে নতুন ইতিহাস। পাসপোর্টে ফিরেছে ‘এক্সেপ্ট ইসরাইল’।

ইসরাইলি ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি ফলাও করে প্রচার করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যমগুলো। গাজায় গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশিদের ইসরাইলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পায় আরব বিশ্বসহ ভারত-পাকিস্তানের গণমাধ্যমে।

এদিক যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করছে অনেক শিক্ষার্থী। তাদের মধ্যে ইহুদি শিক্ষার্থীরাও রয়েছেন। ট্রাম্প প্রশাসন এই বিদেশি বিক্ষোভকারীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং সারা দেশে শত শত ভিসা বাতিল করেছে। এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ২ বিলিয়ন ডলারেরও বেশি ফেডারেল তহবিল স্থগিত করেছে।

ঢাকায় পদক্ষেপের পর ইসরাইলিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ এশিয়ার আরো একটি মুসলিম দেশ মালদ্বীপ।

টাইমস অফ ইসরাইলে এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, বাংলাদেশ পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত সকল দেশে প্রযোজ্য’ লেখাটি পুনরায় যুক্ত করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টে “ইসরাইল ব্যতীত সকল দেশে প্রযোজ্য” এই লেখাটি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কার্যত দেশটির নাগরিকদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরাইল একটি সংবেদনশীল ইস্যু, এবং দেশটি এখনো ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।

 
দশকের পর দশক ধরে বাংলাদেশি পাসপোর্টে থাকা “ইসরাইল ব্যতীত সকল দেশে প্রযোজ্য” এই বাক্যটি ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে সরিয়ে ফেলা হয়। তবে, সে সময় হাসিনা সরকার জানিয়েছিল যে, ইসরাইল নিয়ে দেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
 

 

এদিকে ইসরাইল যুক্তরাষ্ট্রের মাধ্যমে অনেক মুসলিম দেশের সঙ্গেই সম্পর্ক জোরদার করছে। এমনকি ইসরাইল সৌদি আরবের মতো দেশে বাণিজ্যিকসহ বিভিন্ন কারণে প্রবেশের অনুমতি পাচ্ছে।