Image description
 

প্রতি বছর ফোর্বস বিশ্বের সবচেয়ে ধনী তরুণ উদ্যোক্তা, উত্তরাধিকারী এবং স্ব-উদ্ভাবকদের তালিকা প্রকাশ করে, যারা নিজেদের মেধা ও পরিশ্রমে বিশাল সম্পদ অর্জন করেছেন। এই তরুণরা শুধু নিজেদের ব্যবসা বা প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিলিয়নিয়ার হয়েছেন, তারা তাদের শিল্পকর্মের মাধ্যমে পুরো পৃথিবীকে চমকে দিয়েছেন। চলুন দেখে নেয়া যাক, ফোর্বস ২০২৫ এর বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকা, যারা ৩০ বছরের নিচে এবং তাদের ধন-সম্পত্তির পরিমাণ অসাধারণ।


চলুন দেখে নেয়া যাক ফোর্বস ২০২৫ এর তালিকায় স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের।তাদের মধ্যে সবার youngest হলেন ১৯ বছর বয়সী জোহানেস ভন বাউম্বাচ, যিনি তালিকার শীর্ষে আছেন।

১. জোহানেস ভন বাউম্বাচ (জার্মানি)
তালিকার সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার, ১৯ বছর বয়সী জোহানেস ভন বাউম্বাচের মোট সম্পত্তি $৫.৪ বিলিয়ন। তিনি জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি Boehringer Ingelheim এর উত্তরাধিকারী। তবে এ বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না, কারণ তার পরিবার বেশ গোপনীয়তা বজায় রাখে। কোম্পানিটি বর্তমানে তার চাচা, হুবারটাস ভন বাউম্বাচের অধীনে পরিচালিত হচ্ছে।