
চীন ও রাশিয়া ‘চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণগুলোকেও স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) মস্কো সফরকালে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগত সহযোগিতা আলোচনার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের মস্কো সফরে আছেন। খবর রয়টার্সের।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে চীন ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে প্রস্তুত। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘চিরকাল বন্ধু, কখনো শত্রু নয়’ নীতি...উচ্চতর স্তরে কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য একটি দৃঢ় আইনি ভিত্তি হিসেবে কাজ করে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর আকাঙ্ক্ষা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংঘাত নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত তার দেশ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের উদ্দেশে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে চীন ও রাশিয়া ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে।
গত দশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৪০ বারেরও বেশি পুতিনের সাথে দেখা করেছেন এবং দুই নেতা তখন থেকে তাইওয়ান, ইউক্রেন এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলোতে সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতা করতে সম্মত হয়েছেন।