Image description

সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ সোমবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব দেশে উদযাপন হচ্ছে পবিত্র এই উৎসবটি। এর মধ্যেই প্রতিবেশী ভারতের রাজস্থানে দেখা গেল এক অনন্য দৃশ্য। ধর্মীয় সম্প্রীতির নির্দশন হিসেবে ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, খোলা রাস্তায় বিশাল একটি ঈদের জামাত। যেখানে প্রায় লাখ মানুষের সমাগম রয়েছে। আর তাদের ওপর ফুল ছিটিয়ে দিয়েচ্ছেন গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা।

জানা গেছে, ভিডিওটি ভারতের রাজস্থান প্রদেশের একটি ঈদ জামাতের স্থান থেকে ধারণ করা। অন্যান্য প্রদেশের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। জয়পুর জেলার দিল্লি রোডে অবস্থিত ইদগাহেও হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নমাজ পড়েন। সেই সময় কিছু গেরুয়া পোশাক পরা ব্যক্তি নামাজ আদায়রত মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করেন।

 

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। প্রকাশ করতেই ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করছেন এবং প্রশংসাসুলভ মন্তব্য করছেন। ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যগুলো হৃদয় কাড়ছে নেটিজেনদের।