Image description

পবিত্র নামাজ আদায় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। রাস্তায় মুসলিমদের নামাজ আদায় সম্পর্কে তিনি বলেছেন, অনেক বছর ধরে মুসলিমরা রাস্তায় নামাজ আদায় করছেন। কোনো ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করা উচিত হবে না আমাদের। ধর্ম হলো একটি ব্যক্তিগত বিষয়। আমি তো ইফতার পার্টি দিয়েছি। তাতে আমি তিলক পরে গিয়েছি। এটা আমার ধর্ম। আপনার ধর্মকে সম্মান করতে গিয়ে আমি তো আমার ধর্ম ভুলে যাবো না। তবে এসব এখন পর্দার অন্যপাড়ের কথা। অনেক হিন্দু তো তিলকও পরেন না। তাহলে তারা কি হিন্দু নন? আমি মনে করি হিন্দু-মুসলিম বিষয়ের বাইরে আলোচনা করার মতো অনেক বড় বিষয় আছে। সড়কে মুসলিমদের নামাজ আদায়ে বাধার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির মিত্র চিরাগ পাসওয়ান বলেন, এসব আলোচনা এখন অর্থহীন বিষয়। এর চেয়ে গুরুতর অনেক সমস্যার মুখোমুখি দেশ। তা নিয়ে কথা বলা দরকার। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

উল্লেখ্য, চিরাগ পাসওয়ান হলেন লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) নেতা। টাইমস নাউ-এর এক অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয় রাস্তায় নামাজ পড়ার বিরোধিতা সম্পর্কে। জবাবে তিনি বলেন- এসব অর্থহীন আলোচনা। এটা নিয়ে আলোচনা করাই উচিত না। আমরা অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা শুরু করি- এর মধ্য দিয়ে সমাজে এবং দেশে শুধুই উত্তেজনার আবহ সৃষ্টি হয়। কোনো কারণ ছাড়াই সম্প্রদায় এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। এর কোনো অর্থ নেই। তিনি বলেন, জনগণ তো অনেক বছর ধরে রাস্তায় নামাজ আদায় করছেন।

আমরা যদি এটা নিয়ে আলোচনা না করি, তাহলে আপনি আমাকে বলতে পারেন খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক মন্ত্রী হিসেবে আমি কি কাজ করেছি। কিন্তু এটা এখন সেকেন্ডারি হয়ে উঠেছে। তার কাছে এ সময় প্রশ্ন করা হয়, তার রাজনৈতিক মিত্র বিজেপির লোকজনতো এটা নিয়ে কথা বলছে। জবাবে চিরাগ পাসওয়ান বলেন- আমি তাদের সঙ্গে একমত নই। এটাই বলতে চাইছি। আমি একবিংশ শতাব্দীর একজন শিক্ষিত যুবক। অন্য ধর্মে হস্তক্ষেপ করা উচিত নয় আমাদের। আমার মিত্রদের সম্পর্কে বলছি। যদি আপনি তাদের (রাজনৈতিক মিত্র) সম্পর্কে বলেন যে, তারা তো বলছে। তাহলে আমি এই ধরনের রাজনীতিতে একমত নই। আমি মনে করি হিন্দু-মুসলিমের বিষয়ে কথা বলার চেয়ে আরো বড় ইস্যু আছে, যার সমাধান প্রয়োজন। 


উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাস্তায় এবং প্রকাশ্য স্থানে নামাজ আদায় ভারতে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। একটি পক্ষ এর বিরোধিতা করেন। তারা বলেন, ধর্মীয় রীতি কোনো প্রকাশ্য স্থানে হওয়া উচিত নয়। অন্যরা যুক্তি দেন যে, যদি  এই ধরনের রীতি পালনে অন্যদের কোনো সমস্যা হয় না, তাহলে তাতে বাধা থাকা উচিত নয়। সম্প্রতি উত্তর প্রদেশের জেল প্রশাসন বিভিন্ন স্থানে ঈদের সময় রাস্তায় নামাজ আদায় করার ওপর কঠোরতা আরোপ করেছে। সেই থেকে বিষয়টি আলোচনায়। জেলা প্রশাসন যখন রাস্তায় নামাজের বিরোধিতা করেছে তখন বিজেপি নেতা ও এমপি রবি কৃষাণ বলেছেন, জনগণের কোনো সমস্যা না করে হিন্দু এবং মুসলিমরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। ওদিকে রাস্তায় নামাজ আদায়ের বিরুদ্ধে উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করেছেন বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক এমপি হুসেইন দালওয়াই। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষকে জোরালো করে।