Image description

জিরো ওয়েস্ট (শূন্য বর্জ্য) আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রচেষ্টার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। শুক্রবার (২৮ মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবসের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আন্তরিক প্রশংসা করেন তুরস্কের ফার্স্ট লেডি। 

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমিন এরদোয়ান। বর্তমান রৈখিক উৎপাদন ব্যবস্থার ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরে বিশ্বব্যাপী ভোগের ধরণে পরিবর্তনে জরুরী প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি। পুনঃব্যবহার, পুনঃচক্রায়ণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের আহ্বান জানান এমিন এরদোয়ান।