
দুবাইয়ের রাজপরিবারে নতুন সদস্যের আগমন হয়েছে। যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ আবারো বাবা হয়েছেন, এবার একটি কন্যা সন্তানের। এটি তাঁর চতুর্থ সন্তান। নতুন সন্তানের নাম রাখা হয়েছে 'হিন্দ', যার পুরো নাম হিন্দ বিন্ত হামদান বিন মহম্মদ আল মখতুম।

সন্তানের নাম 'হিন্দ' রাখার মাধ্যমে যুবরাজ শেখ হামদান তাঁর মা শেখা হিন্দ বিন্ত মাকতুমকে শ্রদ্ধা জানিয়েছেন, যিনি দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মখতুমের স্ত্রী।
শেখ হামদান ২০০৮ সাল থেকে দুবাইয়ের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আছেন।