Image description

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ পরিস্থিতিতে বিরোধী দল নিয়ন্ত্রিত ইস্তাম্বুলের পৌর পরিষদ শহর পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী মেয়র নির্বাচন করেছে। স্থানীয় সময় বুধবার তার নাম ঘোষণা করা হয়। খবর রয়টার্সের।

ইস্তাম্বুলের পৌর পরিষদ ৩১৪ সদস্যের কাউন্সিলের দ্বারা পরিচালিত। যেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিপক্ষে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) সংখ্যাগরিষ্ঠ। বুধবার ১৭৭ ভোট পেয়ে সিএইচপি দলের নুরি আসলানকে শহর পরিচালনার জন্য নির্বাচিত করেছে কাউন্সিল। অন্তর্বর্তী মেয়র ইমামোগলুর বাকি মেয়াদের জন্য ভারপ্রাপ্ত মেয়র পদে শহর পরিচালনা করবেন তিনি।

আগামী নির্বাচনে মেয়র একরেম ইমামোগলুকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ঘোষণার পর পরই গ্রেপ্তার করা হয়। এরপর দুর্নীতির অভিযোগে বিচারের জন্য কারাগারে পাঠান আদালত। কিন্তু তিনি এবং তার সমর্থকরা অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমামোগলুকে গত সপ্তাহে আটকের ফলে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে গণগ্রেপ্তার করছে এরদোয়ানের পুলিশ বাহিনী। কিন্তু তা সত্ত্বেও লাখ লাখ মানুষ বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে।

 

এদিকে রাজধানী আঙ্কারায় এক ইফতারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দেশ খুবই নাজুক সময় পার করছে। তিনি সবাইকে ধৈর্য আর কাণ্ডজ্ঞান বিবেচনা করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। এরদোয়ান বলেন, যারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন, তাদের কোথাও জায়গা হবে না। বিক্ষোভকারী ব্যক্তিরা করুণ পরিণতির পথ বেছে নিয়েছেন।