
আগামী ২৮ এপ্রিল কানাডায় আগাম ভোট অনুষ্ঠিত হবে এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মাত্র দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরই মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে রোববার আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছিলেন কার্নি।পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর অটোয়ায় সাংবাদিকদের কাছে লিবারেল পার্টির এই নেতা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অযৌক্তিকভাবে বাণিজ্য পদক্ষেপ নিয়েছেন। একইসঙ্গে কানাডার সার্বভৌমত্বের প্রতি তার হুমকি দেশবাসীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখে ফেলেছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবিলা করতে প্রয়োজন একটি কার্যকর ও শক্তিশালী ইতিবাচক ম্যান্ডেট। আর এজন্য দেশবাসীর সহযোগিতা জরুরি। পাশাপাশি নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতেও সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দেশের জন্য পরিবর্তন প্রয়োজন, সেটি বড় এবং ইতিবাচক পরিবর্তন।আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ট্রাম্পের শুল্কনীতি ও কানাডাকে সংযুক্ত করার আহ্বান কানাডাবাসীর মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ফলে অনেক কানাডিয়ান লিবারেল সরকারের দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়াকে সমর্থন করছেন।