
ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধি দল। সোমবার তিন বছরের চলমান যুদ্ধ বন্ধের জন্য আলোচনার অংশ হিসেবে এ বৈঠক হয়।বৈঠকে আলাদাভাবে কৃষ্ণসাগর অঞ্চলে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হয়। আমেরিকান প্রতিনিধি দলে ছিলেন আমেরিকান প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অ্যান্ড্রো পিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল অ্যান্টন। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি দলে ছিলেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান গ্রিগরি কারাসিন ও গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের পরিচালকের উপদেষ্টা সার্গেই বেসেডা।
এর আগের দিন রিয়াদে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে আমেরিকা। আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমরভ বলেন, এ ধরনের আলোচনার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদার করা।তিনি জানান, আমেরিকার সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে।এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিভিশন ভাষণে বলেন, ‘সম্পূর্ণ গঠনমূলক প্রক্রিয়ায় আমাদের দল কাজ করছে। এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দলের কাজ অব্যাহত রয়েছে।’