
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে শুক্রবার গভীর রাতে এক যৌথ বিবৃতিতে দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান। খবর এএফপির
যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘গাজায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
তিন মন্ত্রী জার্মানির আনালেনা বেয়ারবক, ফ্রান্সের জিন-নোয়েল ব্যারোট এবং ব্রিটেনের ডেভিড ল্যামি- ’যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত এবং যাতে স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন’।
তারা বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এই গোষ্ঠীটি ’গাজা শাসন করবে না বা ইসরাইলের জন্য আর হুমকি হবে না’।
মিত্ররা আরও বলেন যে ইসরায়েলকে ’আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে’ এবং ভূখণ্ডে সাহায্য সরবরাহের অনুমতি দিতে হবে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ভোর থেকে উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েল।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় তিনদিনে প্রায় ২০০ জন শিশুসহ প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।