Image description
 

প্রথমবারের মতো মার্কিন লেজার গাইডেড প্রিসিশন রকেট পাচ্ছে সৌদি আরব। দেশটিতে অস্ত্র বিক্রির অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (২১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) বিক্রির অনুমোদন দিয়েছে। অনুমোদন করা এ অস্ত্রের আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন ডলার।

 

অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) হলো লেজার-নির্দেশিত রকেট, যা আকাশ ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় এই অস্ত্র সাহায্য করবে।

 
 

এপিকেডব্লিউএসের প্রতিটি রকেটের মূল্য প্রায় ২২ হাজার ডলার, যা তুলনামূলকভাবে কম খরচে ছোট আকারের সশস্ত্র ড্রোন ধ্বংস করতে ব্যবহার করা যাবে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করতে এটি কার্যকর হতে পারে।

 

পেন্টাগন জানিয়েছে, এই অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ সংরক্ষিত হবে। সৌদি আরবকে আরও নিরাপদ করা হলে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে দুই হাজার এপিকেডব্লিউএস রকেট ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, এই অনুমোদনের পরও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি এবং দরকষাকষি এখনো চলছে। মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেম এই অস্ত্রের প্রধান সরবরাহকারী।