Image description
 

ভারতের প্রখ্যাত গায়ক সোনু নিগম একজন মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত কাটালেন, যা সারা নেটপাড়ায় আলোচনা সৃষ্টি করেছে। দিল্লিতে অনুষ্ঠিত নারী দিবসের একটি অনুষ্ঠানে সোনু নিগম গান গাইছিলেন, এবং সেসময় ওই মহিলা পুলিশ অফিসারও তার সঙ্গে 'তেরি এক ছুনে সে' গানটি গাইছিলেন। এটাই ছিল তার জীবনের ফ্যান গার্ল মোমেন্ট, যেখানে তিনি নিজের প্রিয় তারকাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

গানটি গাওয়ার সময়, সোনু নিগমের হাত ধরেই গানটি গাইছিলেন ওই পুলিশ অফিসার। এই বিশেষ মুহূর্তটি ছিল তার কাছে স্বপ্নের মতো, যার ফলে আবেগতাড়িত হয়ে চোখে জল চলে আসে। সোনু নিগম ওই পুলিশ অফিসারের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেন এবং তার চোখের জল মুছিয়ে দেন। গান শেষ হলে, ওই মহিলা পুলিশ অফিসার সোনু নিগমের সঙ্গে একটি ছবি তোলেন এবং অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “একদম মন থেকে চেয়েছিলাম, তাই ভগবান মিলিয়ে দিলেন।”

সোনু নিগম নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই হৃদয়স্পর্শী মুহূর্তটি শেয়ার করেন। তিনি লিখেছেন, “কখনও কখনও এমন বিশুদ্ধ ভিডিও আপনাকে এতটাই ছুঁয়ে যায়, যে আপনি ভিডিও পোস্ট করার সময় আর কী লিখবেন তা বুঝতে পারেন না।”

 

নেটিজেনরা সোনু নিগমের এই মনুষ্যত্বপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, “সত্যিই কী সুন্দর ব্যবহার! মন ভরে যায়।” অন্য একজন লিখেছেন, “সত্যিই সুন্দর, এই জন্যই আপনি কিংবদন্তি।” অনেকেই পুলিশের অফিসারকে ভাগ্যবান বলে মন্তব্য করেছেন, কেউ আবার সোনু নিগমের আচরণকে উদিত নারায়ণ এর সঙ্গে তুলনা করেছেন, “কই উনি তো উদিতজির মতো কাণ্ড ঘটালেন না…”

 

এই ঘটনা একবারে প্রমাণ করে যে, সোনু নিগম শুধু তার কণ্ঠেই নয়, তার মধুর ব্যবহারেও কিংবদন্তি।