Image description
 

সম্প্রতি ‘আপনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনাকে বললেন তুলসী গ্যাবার্ড’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।বিষয়টি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের নজরে এসেছে। প্রতিষ্ঠানটি ফ্যাক্টচেকিং করে জানিয়েছে, এমন কথা বলেননি মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে তুলসী গ্যাবার্ডের এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

 
পরবর্তী সময়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচিত দাবি-সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তুলসী গ্যাবার্ডের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন কথা বললে সেটি নিয়ে মূলধারার গণমাধ্যমগুলোয় সংবাদ প্রচার হওয়ার কথা। কিন্তু এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।উল্লেখ্য, তুলসী গ্যাবার্ডের ভিন্ন একটি বক্তব্যের ভিডিও প্রচার করে প্রায় একই দাবিটি আগেও ইন্টারনেটে প্রচার করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।রিউমর স্ক্যানার বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন, তুলসী গ্যাবার্ড এমনটা বলেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।