
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘একটি খেলা খেলছেন’ বলে অভিযোগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। যুদ্ধবিরতির অংশ হিসেবে মস্কো সাময়িকভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পরেই বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে এ অভিযোগ করলেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এক টিভি সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘আমরা দেখেছি, পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুগান্তকারী ও আশাব্যঞ্জক ফোনালাপ হয়েছে। তবে দুঃখজনত হলো এই ফোনালাপের পরেও ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রুশ আক্রমণ মোটেও কমেনি।
পিস্টোরিয়াস আরো বলেছেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ জাতির প্রতি আমেরিকান প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছে এবং আমি নিশ্চিত, এমন একটি সময় আসবে যখন তাকে প্রতিক্রিয়া জানাতে হবে’। পিস্টোরিয়াস আরও বলেন, জ্বালানি লক্ষ্যবস্তুতে আক্রমণ বন্ধে পুতিনের প্রতিশ্রুতি ‘মূলত কিছুই নয়’ কারণ ইউক্রেনের এই ধরনের অবকাঠামো ইতোমধ্যেই সুরক্ষিত ছিল।
মন্ত্রী বলেন, পুতিন চেয়েছেন, শান্তির জন্য একটি ‘প্রধান শর্ত’ হবে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত সেনাবাহিনীকে পশ্চিমা সামরিক ও গোয়েন্দা সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করা। এটি খুবই স্পষ্ট যে, পুতিনের লক্ষ্য আরেকটি রুশ আক্রমণ হলে ইউক্রেনের যেন আত্মরক্ষার সক্ষমতা না থাকে তা নিশ্চিত করা। অতএব পুতিনের পরিকল্পনা স্পষ্ট যে, তিনি ‘একটা খেলা খেলছেন।’
মঙ্গলবার ট্রাম্পের সাথে ৯০ মিনিটের কথোপকথনে, পুতিন ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য একটি ছোটখাটো প্রতিশ্রুতিতে সম্মত হন। কিন্তু ইউক্রেনের সাথে তিন বছরের যুদ্ধে পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন।
তবে জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধে রাজি হলেও রাতেই ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মস্কো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর আক্রমণে ৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এর মধ্যে ৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করা হয়।
নতুন এ হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকরভাবে প্রত্যাখ্যান করার অভিযোগ করেছেন। এছাড়া মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে রাশিয়ান নেতা কার্যত একটি ব্যাপক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন বলেও অভিযোগ করেন তিনি।