Image description
 

জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান ছাত্রজনতার এই অবস্থানে শুক্রবার সকাল ৮ টায় উপস্থিত হয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই ঘোষণা দেন।

 

 

এ সময় জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম,শাহীন আহমেদ খান, শাহবাগ থানা আমির অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

 

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ছিল আওয়ামী লীগ। তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। অন্তর্বর্তী সরকার দীর্ঘ ৮ মাস সময় পেয়েছে, এটা যথেষ্ট। আর কোন সময় দেয়া হবে না। এবার আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্রজনতা ঘরে ফিরবে না।

 

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাত্রজনতার এই আন্দোলনের খোঁজখবর রাখছেন, তিনি সার্বিকভাবে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জামায়াত আপনাদের পাশে থাকবে।

 

প্রশাসনকে হুঁশিয়ার করে তিনি বলেন, আপনারা এখানে কোন ব্যরিকেড দিবেন না। ব্যারিকেড দিলে সারাদেশে আমাদের ব্যারিকেড দেয়ার ক্ষমতা আছে। অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার এই দাবিতে সবাই একাত্মতা ও সহযোগিতা করুন।

 

এর আগে রাত থেকে ছাত্রজনতার এই অবস্থানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করা শুরু করেন। তাদের মধ্যে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাদের দেখা যায়। এছাড়া রাত ১০টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন।