Image description
 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথ উত্তপ্ত। একের পর এক ছাত্র ও নাগরিক সংগঠন আওয়াজ তুলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলমান ছাত্রআন্দোলনের প্রেক্ষাপটে সোচ্চার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহকারী সংগঠন ‘রেড জুলাই’।

শুক্রবার (৯ মে ২০২৫) সংগঠনটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে কড়া ভাষায় বিরোধী রাজনৈতিক দল বিএনপির প্রতি প্রশ্ন ছুঁড়ে দেয়।
 

পোস্টে তারা লিখে,"এত নয়ছয় চলবে না। বিএনপি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি না? প্রকাশ্যে জনগণের সামনে বলতে হবে। কালকে রাত থেকে ছাত্রজনতা রাজপথে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আর বিএনপির মতো এত বড় দল এখনো কিভাবে চুপ থাকে? এখনি প্রকাশ্যে বলুন! কি চান আপনারা?

 

পোস্টে আরো লিখে,তোপের মুখে পড়ে শেষে এসে বলবেন আমরাও একত্বতা পোষণ করলাম! এইগুলো চলবে না। যা বলার এখনি বলেন। জনগণ জানতে চায়।
আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা দলমত বুঝি না। আমরা সবাইকে একই কাতারে দেখতে চাই।"