Image description
 

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানিয়েছে,গোপনে একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। এক বছর ধরে এই লিগ সৃষ্টির কাজ চলছে এবং এই লিগের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন প্যাট কামিন্সের বর্তমান ম্যানেজার নিল ম্যাক্সওয়েল।

প্রতিবেদনে আরো বলা হয়, এখনো পর্যন্ত নাম ঠিক না হওয়া এই লিগের জন্য ৫০ কোটি ডলারের বন্দোবস্ত করেছে সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। এটাও বলা হয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির) সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আইসিসির প্রধান জয় শাহর সঙ্গেও নাকি আলোচনা হয়েছে।

বিশ্বের কাছে সৌদি আরবকে নতুন করে তুলে ধরার জন্য ক্রীড়াঙ্গনকে ব্যবহার করতে চাইছেন দেশটির বাদশাহ। এরই মধ্যে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো তারকার পা পড়েছে। ফর্মুলা ওয়ানের মতো ইভেন্টের ভেন্যু হবে দেশটি। ২০৩৪ ফিফা বিশ্বকাপও আয়োজন করবে তারা। ইউরোপিয়ান দেশগুলো একে 'স্পোর্টসওয়াশিং' বলছে- দেশটির বিরুদ্ধে ওঠা নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ধামাচাপা দিতেই নাকি এ আয়োজন। 

 

সিডনি মর্নিং হেরাল বলছে, এই লিগের একটা নতুনত্ব থাকবে। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে আয়োজিত হবে এই ক্রিকেট লিগ। টেনিসের মতোই বছরের চার সময়ে খেলা হবে, থাকবে আটিটি দল। বছরের চারটি ভিন্ন সময়ে ম্যাচ হওয়ায় আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো লিগগুলোর সঙ্গে সূচি নিয়ে ঝামেলাও হবে না লিগটির।

 

বলা হচ্ছে, বিভিন্ন দেশ থেকেই ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে। অস্ট্রেলিয়া থেকেও থাকবে দল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, শুধু ছেলে নয়, মেয়েরাও খেলবে এই লিগে। ফাইনাল হবে সৌদি আরবে।