Image description
 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় অভিনব প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। যানজট কমানোর আইডিয়া দিলেই প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দিচ্ছে তারা। 

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা। এই বৃত্তি দিচ্ছে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ।

বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। বৃত্তির জন্য নির্বাচিতরা মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগসহ বিভিন্ন সুবিধা পাবেন।

বৃত্তির জন্য আবেদনের শেষ দিন ৩১ মার্চ।