Image description
 

ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং তাদের নীতি অবস্থানকে চীন সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।  

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বক্তব্যে মাও নিং বলেন, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় জোর দিয়েছিলেন যে আমরা মিসর এবং অন্যান্য আরব দেশগুলোর গাজায় শান্তি পুনরুদ্ধারের পরিকল্পনাকে সমর্থন করি, অর্থাৎ দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের পরিকল্পনাকে সমর্থন করি।

গাজার ব্যাপারে মুসলিম দেশগুলোর নীতির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মাও বলেন, ফিলিস্তিন প্রশ্নে আমরা সর্বদা আরব ও ইসলামী দেশগুলোর বৈধ উদ্বেগ এবং অবস্থানকে সমর্থন করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি হলো- যুদ্ধের পর গাজার সরকারকে অবশ্যই ‘ফিলিস্তিনিরা ফিলিস্তিন শাসন করবে’ এই নীতি মেনে চলতে হবে এবং আমাদের নিশ্চিত করতে হবে যে ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব ভূখণ্ডে তাদের আবাসস্থল পুনর্নির্মাণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রেক্ষাপটে ফিলিস্তিন সমস্যার চূড়ান্ত সমাধানের জন্য প্রয়োজন দ্বি-রাষ্ট্র সমাধানের সঠিক পথে ফিরে আসা।চীন এই প্রচেষ্টায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।

 

গত শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মিসর এবং অন্যান্য আরব দেশের গ্রহণ করা গাজা পরিকল্পনাকে চীন সমর্থন করে। 

তিনি বলেছেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাতীয় আইনসভার চলমান বার্ষিক অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং এসব বলেন। তিনি বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে গাজার মর্যাদা পরিবর্তন কোনো শান্তি আনবে না বরং কেবল নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

এরপর চীনা মন্ত্রী একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি, ফিলিস্তিনিদের ফিলিস্তিন শাসন নীতি পালন এবং গাজার পুনর্গঠনে অবদান রাখার প্রচেষ্টার আহ্বান জানান।