
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আবারও লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে সব ধরনের ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। তবে সেটি কার্যকর হবে ইসরায়েলকে দেওয়া চার দিনের সময়সীমা শেষ হওয়ার পর।
মঙ্গলবার গোষ্ঠীটি এ ঘোষণা দেয়। তারা জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য এ ধরনের পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর। ঘোষিত আলটিমেটামের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে ইসরায়েলি বাধা সরিয়ে নেওয়া না হলে ফের জাহাজে হামলা শুরু করা হবে।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি টেলিভিশন ভাষণের মাধ্যমে এই বিবৃতি দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
এর আগে প্রকাশিত ইয়েমেনের হুথিদের নেতা আল-হুথি শুক্রবার (৭ মার্চ) বলেছেন যে, যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইরান-সমর্থিত গোষ্ঠীটি ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ১০০টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওই সব হামলা চালানো হয়েছে।
সেই সময়কালে হুথিরা দুটি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে চার নাবিককে হত্যা করে। এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয়।
এদিকে হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার বাহিনী আলটিমেটাম শেষ হয়ে গেলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত।