
অবরুদ্ধ গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাতের ব্যাপারে আবারো আপত্তিকর মন্তব্য করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেছেন, প্রতিদিন ৫ হাজার ফিলিস্তিনিকে গাজ্জা থেকে বের করে দিলে, আগামী এক বছরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।
রবিবার (০৮ মার্চ) ইসরাইলি পার্লামেন্টে অনুষ্ঠিত এক সভায় এই মন্তব্য করেন স্মোট্রিচ।
তিনি বলেন, “যদি আমরা গাজ্জা থেকে প্রতিদিন ৫ হাজার ফিলিস্তিনিকে বের করে দেই, তাহলে আগামী এক বছরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে এটি অনেক দীর্ঘ প্রক্রিয়া। এই ক্ষেত্রে আমরা প্রতিদিন ১০ হাজার ফিলিস্তিনিকে গাজ্জা থেকে বের করে দিতে পারি। তাহলে, আগামী ৬ মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।”
স্মোট্রিচের দাবি, গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এই ক্ষেত্রে ফিলিস্তিনিদের গ্রহণ করতে রাজি এমন দেশগুলোকে চিহ্নিত করা জরুরী।
এদিকে, বিশ্লেষকরা বলছেন, গাজ্জা থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বের করে দেওয়া স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
অন্যদিকে, গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের ঘোর বিরোধিতা করেছে আরব দেশসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।
উল্লেখ্য, ট্রাম্পের গাজ্জা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের জর্দান ও মিসরে বিতাড়িত করার ফন্দি এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজ্জাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’তে পরিণত করার পরিকল্পনা করেছেন, যা ভূমধ্যসাগরের তীরবর্তী একটি রিসোর্ট এলাকা হবে। তবে, ফিলিস্তিন ও আরব নেতারা এই পরিকল্পনা তীব্রভাবে নাকচ করেছেন।
সূত্র: ফ্রান্স ২৪