
সোমবার গভীর রাতে ইন্দোর থেকে ২৫ কিলোমিটার দূরে মহোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় উদযাপনের সময় সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। দুটি গোষ্ঠীর মধ্যে অগ্নিসংযোগ ও পাথর ছোঁড়ার পর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে।
মধ্যরাতের দিকে, কালেক্টর আশীষ সিং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানান যে শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইজি-রুরাল অনুরাগ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "রবিবার রাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয় উদযাপনের জন্য একদল যুবক মহো বাজারে একটি মিছিল বের করেছিল। মিছিলটি যখন জামা মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিল, তখন একদল লোক পাথর ছুঁড়তে শুরু করে।"
এর ফলে ক্ষীপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং উভয় পক্ষই একে অপরের উপর আক্রমণ করে, পুলিশ জানিয়েছে।
সহিংসতা জামা মসজিদ এলাকা থেকে শুরু হয়ে মানেক চক, সেবা মার্গ, মার্কেট চক এবং রাজেশ মহল্লায় ছড়িয়ে পড়ে। "দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আমরা নিশ্চিত নই যে কতজন আহত হয়েছে, তবে প্রচুর বাহিনী মোতায়েন করে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। অতিরিক্ত বাহিনী ডাকা হয়েছে," আইজি বলেন।
সূত্র জানিয়েছে যে একটি দোকান এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়েছে, তবে এই প্রতিবেদন লেখার সময় পুলিশ কোনও সরকারি পরিসংখ্যান দেয়নি।
দোকানদার সন্দীপ দায়মা জানান, প্রায় এক ডজন দ্বি-চাকার গাড়িতে আগুন লাগানো হয়েছে।