Image description

যুক্তরাজ্যে সফরকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে গিয়ে হামলার চেষ্টা চালান। এ সময় তার সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ)  ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা লন্ডনের চ্যাথাম হাউসের সামনে বিক্ষোভ করেছেন। যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বুধবার (৫ মার্চ) এস জয়শঙ্কর একটি আলোচনায় অংশ নেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় লন্ডনের চ্যাথাম হাউস থেকে পূর্বনির্ধারিত আলোচনা শেষে বেরিয়ে যাচ্ছিলেন এস জয়শঙ্কর। তিনি গাড়িতে ওঠার সময় নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে খালিস্তানপন্থী ভারতীয় এক ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন। উপস্থিত পুলিশ সদস্যদের বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রীর গাড়ির সামনে গিয়ে ভারতের পতাকা ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ সদস্যরা তাকে জয়শঙ্করের গাড়ির সামনে থেকে সরিয়ে নেন।

এ সময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করে খালিস্তানপন্থি বিক্ষোভকারীরা স্বাধীন খালিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকেন। পরে আরও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মনে করছেন, এ ঘটনায় জয়শঙ্করের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার ক্ষেত্রে  গাফিলতি স্পষ্ট হয়েছে। প্রশ্ন উঠেছে লন্ডন পুলিশের ভূমিকা নিয়েও।