Image description
 

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যখন রোহিতের নেতৃত্বে খেলছে, তখন টুইটারে তাকে ‘মোটা ও গড়পড়তা খেলোয়াড়’ বলায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। এমনকি বিজেপি নেতারাও এই ইস্যুতে কংগ্রেসকে তুলোধোনা করছে।শামা মোহাম্মদ তার টুইটে লেখেন, "একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা মোটা। আর ভারতের ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়ক।" শুধু এখানেই থামেননি তিনি, বরং দাবি করেন, রোহিত শুধুমাত্র ভাগ্যের জোরে ভারতের অধিনায়ক হয়েছেন।

তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভারতের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যমও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে।

শামার মন্তব্যের পর পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজের ক্রীড়া সম্পাদক আবদুল গাফফার লিখেছেন, "রোহিতের ওজন কিছুটা বেশি, কিন্তু তিনি অত্যন্ত কার্যকরী এবং বিশ্বমানের পারফর্মার। অযথা বেশি সমালোচনা হচ্ছে।"

কিন্তু শামা এতেও দমে যাননি। তিনি গাফফারের রি-টুইটে পাল্টা লেখেন, "গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি, কোহলি, কপিল দেব, শাস্ত্রী— এইসব মহারথীদের তুলনায় রোহিতের মধ্যে বিশ্বমানের কিছু নেই। তিনি একজন গড়পড়তা অধিনায়ক ও খেলোয়াড়।"

শামা মোহাম্মদের মন্তব্য নিয়ে শুধু রোহিত ভক্তরাই ক্ষুব্ধ নন, বরং বিজেপি সমর্থকরাও কংগ্রেসকে তুলাধোনা করছে। কেউ কেউ কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলছেন, 'নিজেদের অবস্থান না দেখে ক্রিকেটারদের নিয়ে কথা বলছেন!'

সমালোচনার মুখে শেষ পর্যন্ত শামা তার বিতর্কিত টুইট মুছে ফেললেও বিতর্ক থামেনি। কংগ্রেসের কোনো শীর্ষ নেতা এ নিয়ে এখনও মন্তব্য করেননি, তবে শামার এই কটাক্ষ যে দলকে অস্বস্তিতে ফেলেছে, তা স্পষ্ট।

এই বিতর্কের মধ্যে রোহিত শর্মা নিজে এখনও কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে, টুর্নামেন্ট চলাকালীন একজন জাতীয় মুখপাত্রের এমন মন্তব্য আদৌ কতটা গ্রহণযোগ্য!