![Image description](https://content.bdtoday.net/files/img/202502/b5330f4d891dfa4c9462b6dc9f4bf4a2.png)
কলকাতার বাজারে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে নিউ মার্কেট, গড়িয়াহাট, এসপ্ল্যানেডের ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশি ক্রেতারা আসছেন না, যার ফলে বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে।
এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যত মালই আনিনা কেন, সব ঘরে পড়ে আছে। আমাদের ব্যবসা মূলত বাংলাদেশিদের ওপর নির্ভরশীল, লোকাল কাস্টমার মাত্র ১%। করোনার সময়ও এমন অবস্থা হয়নি। আমি এই দোকানের জন্য ৯০ হাজার টাকা ভাড়া দিই, অথচ এখন ভাড়াও দেওয়ার মতো অবস্থা নেই।”
তিনি আরও বলেন, “গত এক বছর ধরে বাংলাদেশিরা কলকাতায় আসছে না। বাংলাদেশিরা না আসলে কলকাতার বাজারেও প্রভাব পড়বে।”
করোনার পর ধীরে ধীরে ব্যবসা ঘুরে দাঁড়ালেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেকে মনে করছেন, শেখ হাসিনার ভারতে পালিয়ে আসা, রূপির মূল্যমান কমে যাওয়া, ভিসা জটিলতা এবং বৈদেশিক মুদ্রার সংকট এর অন্যতম কারণ। তবে ব্যবসায়ীরা আশাবাদী, পরিস্থিতি শিগগিরই পরিবর্তন হবে এবং বাংলাদেশি ক্রেতারা আবারও কলকাতার বাজারে ভিড় জমাবেন।