![Image description](https://content.bdtoday.net/files/img/202502/cfcd255543d8dc122e3e081f5da9bdd3.png)
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে মোদি ট্রাম্পকে অনুরোধ করবেন, যেসব অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে, তাদেরকে যেন শিকল পড়ানো না হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
চলতি মাসের শুরুতে ১০৪ অবৈধ ভারতীয়কে হাত পায়ে শিকল পড়িয়ে ফেরত পাঠায় আমেরিকা। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮০০ ভারতীয়কে ফেরত পাঠাবে দেশটি। আগে যে ১০৪ জনকে ফেরত পাঠানো হয় তাদের শিকল দিয়ে বাঁধার ঘটনায় উদ্বেগ জানায় ভারত। আমেরেকায় ভারতের প্রায় ৮ নাগরিক আছেন। যার মধ্যে ২০ হাজার জন অবৈধ। তাদের সবাইকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সূত্র: সিএনএন