Image description
 

দখলদার ইসরায়েলকে শত্রু মনে করে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী দেশ ইরান। আবার ইসরায়েলও ইরানকে শত্রু মনে করে। বিগত কয়েক দশকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে একে অন্যের চিরশত্রুতে পরিণত হয়েছে এই দুই দেশ। এমনকি একে অন্যের ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর বহু নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা বিবেচনা করছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য।

বুধবার এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে রাতে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর জেরুজালেম পোস্টের।

বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে করা এই মূল্যায়নে বলা হয়েছে, বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য বানাতে চাচ্ছে ইসরায়েল। যেন দুর্বল হয়ে যায় ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরাইলের ধারণা, এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইসরাইল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটিও জানা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে সময়সীমা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান, আক্রমণ করতে চান না।

তিনি বলেন, আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই। আমি ইরানের ওপর বোমা হামলা করতে পছন্দ করি না।

তিনি আরও বলেন, তারা মরতে চায় না। কেউই মরতে চায় না।

বিডি প্রতিদিন