Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে তদবির চালিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একাধিকবার ওয়াশিংটনে পাঠিয়েছিলেন তিনি। এমনই বিস্ফোরক দাবি করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

সম্প্রতি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রক্রিয়া চলাকালীন দেওয়া বক্তব্যে এই দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাহুল গান্ধী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে একাধিকবার পাঠাই, যেন শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য একটি আমন্ত্রণ আদায় করে আনতে পারেন তিনি। আমাদের যদি উৎপাদন ব্যবস্থা থাকতো ও প্রযুক্তি নিয়ে কাজ করতাম, তাহলে মার্কিন প্রেসিডেন্ট এখানে এসেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেন।

এদিকে, রাহুলের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি বলেন, বিরোধী দলনেতা কখনই এ ধরনের ভিত্তিহীন মন্তব্য করতে পারেন না। এর সঙ্গে দুই দেশের সম্পর্ক জড়িত। তিনি তথ্য যাচাই না করেই এই মন্তব্য করছেন।

একইভাবে রাহুলের অভিযোগ অস্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো নিয়ে কোনো আলোচনাই হয়নি। আমাদের প্রধানমন্ত্রী যে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, সেটা তো সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। ভারত সাধারণত বিশেষ প্রতিনিধিদের দিয়েই এসব অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করে থাকে। রাহুল গান্ধী হয়তো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এসব বলছেন।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এর আগে, গত বছরের ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি।