![Image description](https://content.bdtoday.net/files/img/202502/7267b285e4a1691df7966a6bcf3dbc5b.png)
ইন্ডিয়ান দুর্বৃত্তদের যেখানে দেখবেন সেইখানেই দাবড়ানি দিবেন এমন কথা বলেন পিনাকী ভট্টাচার্য।
সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ইন্ডিয়ান এজেন্ট নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন পিনাকী ভট্টাচার্য। সেখানে এই দাবড়ানি দেওয়ার কথা বলেছেন তিনি।
এছাড়াও তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধিতাকে পুঁজি করে আবার কায়েমী গোষ্ঠী সংখ্যালঘুদের আক্রমন না করে সেদিকে সবাই নজর রাখবেন। ইন্ডিয়া তাদের এজেন্টদের মাঠে নামাইছে। এইসব দুর্বৃত্তদের যেইখানে দেখবেন সেইখানে দাবড়ানি দিবেন।
এবং পোস্টের শেষে সে পিনাকী ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন এভাবে উল্লেখ করে দিয়েছেন। তার এই পোস্টে নানান রকম মন্তব্য উঠেছে।
তবে নজর কেড়েছে সাংবাদিক ইলিয়াস হোসাইন এর মন্তব্যটি। কমেন্টের ঘরে তিনি লিখেছেন, সততা আর দেশপ্রেম সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলবো, কোনো প্রতিবন্ধকতা আমাদের থামাতে পারবে না ইন শা আল্লাহ।
মন্তব্যের ঘরে একজন কমেন্ট করেছেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটি ভারতের গোয়েন্দা সংস্থার কর্তৃক পরিচালিত একটি এজেন্ট। যারা ইসলাম বিরোধী কর্মকান্ড এবং ভারত স্বার্থ সুরক্ষায় কাজ করছিল এবং করে থাকে।