Image description
 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইসরাইল ও আরব রাষ্ট্র সফরে যাবেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা খালি’র ন্যক্কারজনক প্রস্তাবের পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘রুবিও আগামী ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সফর করবেন।’

মার্কিন এই কর্মকর্তা আরও জানান, রুবিও এই সফরে গাজা, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং এই অঞ্চলে স্থিতাবস্থা অব্যাহত রাখতে ট্রাম্পের প্রচেষ্টা অনুসরণ করবেন। 

 

এদিকে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে।    

তবে তিনি স্পষ্ট করেননি, এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ তিনি একইসঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন।    

তিনি বলেন, ‘আমি নাটকীয় কিছু বলতে চাই না, মজার কিছু বলতেও চাই না।’ এরপর তিনি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন, ‘এটি একেবারে অপূর্ব হতে পারে।’  

গাজায় ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।