Image description
 

ইনস্টাগ্রামে এক আবেগপূর্ণ ভিডিও শেয়ার করে উগ্র ডানপন্থিদের আক্রমণের শিকার হলেন মার্কিন পপ স্টার সেলেনা গোমেজ। যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসী বহিষ্কার নীতির কারণে শিশুদের ওপর পড়া প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

এতে প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউস একটি বিতর্কিত পোস্ট করেছে, যেখানে অবৈধ অভিবাসীদের মাধ্যমে সংঘটিত সহিংস অপরাধের কিছু উদাহরণ তুলে ধরা হয়।

সংঘবদ্ধ আক্রমণের মুখে গোমেজ তার মূল ভিডিওটি ডিলিট করে দেন, পরবর্তীতে তিনি বলেন, ‘অবশ্যই, মানুষকে সহানুভূতি দেখানো এখন আর ঠিক নয়।’

অভিনেত্রী ক্রিসি টেইগেন গোমেজের পক্ষে দাঁড়িয়ে হোয়াইট হাউসকে সমালোচনা করে বলেন, ‘সহানুভূতি দেখানো এখন অদ্ভুত এবং খারাপ হয়ে গেছে। আমরা তোমাকে ভালোবাসি সেলেনা গোমেজ, আর হোয়াইট হাউসের হাতে সবচেয়ে বোকামি বিষয় নিয়ে সময় কাটানোর সুযোগ রয়েছে’!

 

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে অনেকে হোয়াইট হাউসকে সমালোচনা করেছেন যে তারা সেলিব্রিটির পেছনে সময় ব্যয় করছে, বাস্তব জাতীয় সমস্যা থেকে মনোযোগ সরে যাচ্ছে।  আবার অন্যরা মনে করেন সেলেনার মন্তব্য অপরাধের শিকার পরিবারগুলোর যন্ত্রণা উপেক্ষা করেছে।

বর্তমানে, বিশ্বজুড়ে অভিবাসন নীতি এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো তীব্র বিতর্কের মুখে। অনেক দেশ, বিশেষত যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কঠোর অভিবাসন নীতি গ্রহণ করছে, যার ফলে দেশের অভ্যন্তরে সহিংসতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমতও তৈরি হচ্ছে।  

তবে, এমন কঠোর পদক্ষেপের ফলে বহু পরিবার যাদের সদস্যেরা নিরপরাধ, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটি একটি গভীর মানবাধিকার সমস্যা হয়ে উঠেছে,