দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের ডাকা হলেও তাদের মধ্যে ৪৯ জন তাদের সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হননি। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে তাদের ফের হাজির হতে বলা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) তাদের অধিদপ্তরে আসতে হবে।
গত বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা হাজির না হলে কোটার দাবিদার নন বলে গণ্য হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৯.৩ নম্বর অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে (মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। তবে ৪৯ জন শিক্ষার্থী নির্ধারিত তারিখে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত হননি।
এ অবস্থায় এসব শিক্ষার্থীকে ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালীতে (স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন।
বিজ্ঞপ্তিসহ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।