ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি বলেন, প্রয়োজনে তার বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রিট করবো।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ধানের শীষের প্রার্থী এম এ হান্নান বলেন, নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি। আমি গত ৫ আগস্টের পর থেকে নাসিরনগরের ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের প্রতিটিতে আমি সভা করেছি। আমার দল ইনশাল্লাহ ঐক্যবদ্ধ। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে। আমাদের আসনটি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেবো।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, আমাদের সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমারা সবাই মিলে যার যার জায়গা থেকে কাজ করছি। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান এখানে প্রার্থী হয়েছে। তার প্রার্থিতার বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে আপিল করেছি। আপিল শুনানি শেষে যদি এ বিষয়ে প্রতিকার পাই, তাহলে আলহামদুল্লিলাহ- না পেলে আমি সর্বোচ্চ আদালত পর্যন্ত দেখবো। নাসিরনগরের মানুষ কোনও ফ্যাসিস্টকে ভোট দেবে না।
বিএনপি প্রার্থী বলেন, এলাকার জন্য আমি কী করবো তার বিস্তারিত থাকবে আমার নির্বাচনি ইশতেহারে।
এ বিষয়ে জানতে সৈয়দ এ কে একরামুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য:-সৈয়দ একে একরামুজ্জামান আরকে সিরামিক এর ব্যবস্থাপনা পরিচালক।