Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ দুই দশক পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। আজ মঙ্গলবার সকাল থেকেই নিজেদের অধিকার আদায়ের প্রতিনিধি নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ ২০ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম-জোটসহ বিভিন্ন ছাত্রসংগঠনের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে নির্বাচনের এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে নাকি স্থগিত করা হবে, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশা দেখা দিয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে। বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিন্ডিকেট সভার আলোচনার ভিত্তিতেই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

জকসু নির্বাচনে এবার মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৩টা পর্যন্ত চলার কথা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যেখানে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ রয়েছে এবং ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে দ্রুত ভোট গণনা করা হবে।

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গে দফায় দফায় আলোচনা ও সমন্বয় করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সব বাধা কাটিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।