Image description

রাজধানীর সরকারি মাদ্রাসা–ই–আলিয়ার ক্লাস ও দুই হল বন্ধের সিদ্ধান্ত শেষ পর্যন্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। ছাত্র, শিক্ষক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ছাত্রনেতাদের শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ কার্ডধারী ছাড়া কাউকে হলে না থাকার আশ্বাসের পর প্রশাসন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ফলে আগামীকাল (সোমবার) থেকে মাদ্রাসার সব শ্রেণির ক্লাস ও কার্যক্রম আগের মতোই চলবে।

রোববার (২৩ নভেম্বর) রাতে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আগামীকাল সব শ্রেণির ক্লাস ও অন্যান্য শিক্ষাক্রম যথারীতি চলবে।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র, শিক্ষক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় ছাত্র নেতাদের আশ্বাসের পর আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমিমুল ইহসান হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

বৈঠকে ছাত্র প্রতিনিধিরা হল দু’টিতে শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ কার্ডধারী ছাড়া কাউকে না রাখার অঙ্গীকার করেন। তাদের এই প্রতিশ্রুতির পর প্রশাসন হল বন্ধ বিষয়ে পূর্বের সিদ্ধান্ত স্থগিত করে।

এর আগে, আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত আলাদা দু’টি বিজ্ঞপ্তিতে সম্প্রতি ভূমিকম্প এবং ছাত্র সংঘর্ষের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসার অ্যাকাডেমিক ক্লাস ও হল আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।