Image description

এইচএসসি পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ করেও ফেল আসায় অভিমানে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস জিম (১৭)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বর্তমান সৌদি আরব প্রবাসী মোঃ জসিমের মেয়ে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জিম চলতি বছরে রাজবাড়ী মহিলা কলেজ হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে সে পরীক্ষায় পাস করার নিশ্চয়তা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর পরীক্ষার ফলাফল অকৃতকার্য আসে। এ ব্যাপারে তার মন খুবই খারাপ থাকায় বাড়ির কারোর সাথে তেমন কথা বলতেন না।

এমতাবস্থায় গত ১৭ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ছোট বোন জান্নাতুল মাওয়া জিতুকে নিয়ে মায়ের পাশের কক্ষে ঘুমাতে যান জিম। গভীর রাতে আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে জিতুর প্রাকৃতিক প্রয়োজন হওয়ায় ঘুম ভেঙে পাশে হাত দিয়ে দেখেন জিম বিছানায় নেই। তখন সে পাশের রুমে গিয়ে মা শামীমা আক্তারকে ডাকেন। মা তাকে জিমকে ডাকতে বললে জিতু জানায়‘জিমকে ঘরে পাওয়া যাচ্ছে না।’

তাৎক্ষণিক মা ছুটে এসে ঘরের লাইট জ্বালাতেই দেখেন, জিম ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তাদের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে নিচে নামায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মৃতের মা মোছাম্মদ শামীমা আক্তার জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হ‌ওয়ার কারণে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।