Image description

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকের ঐতিহাসিক ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের মাইফলক ছুঁলেন মুশফিকুর রহিম।

ইতোমধ্যেই সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে আলোচনার সবটা জুড়ে কেবলই মুশফিকের শততম ম‍্যাচ। এই উপলক্ষ‍্য চমৎকার পারফরম‍্যান্স দিয়ে রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ।

২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময়ে তিনি ৯৯টি টেস্টে করেছেন ৬ হাজার ৩৫১ রান। হাঁকিয়েছেন ১২টি সেঞ্চুরি এবং ২৭ ফিফটি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২১৯। বাংলাদেশের একমাত্র ব‍্যাটসম‍্যান হিসেবে তার তিনটি ডাবল সেঞ্চুরি আছে। এছাড়া দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষক তিনি।

শীর্ষনিউজ